জমে উঠেছে চৌগাছা রিপোর্টার্স কাবের নির্বাচন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ জমে উঠেছে যশোরের চৌগাছা রিপোর্টার্স কাবের দ্বি-বার্ষিক নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী ইতোমধ্যে মনোনয়ন ফরম বিতরণ, জমা, যাচাই-বছাই ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ভোটের দায়িত্বপ্রাপ্ত কমিশন। নির্বাচনে সভাপতি পদে দুই ও সাধারণ সম্পাদক পদে তিনজনসহ সকল পদের বিপরীতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে কদর বেড়েছে সাধারণ ভোটারদের। প্রার্থীরা হাড় কাঁপানো শীতে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তারা দোয়া চাইছেন, ভোট চাইছেন। নির্বাচন উপলে ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। চৌগাছা প্রেস কাব মিলনায়াতনে আগামী ১১ জানুয়ারি শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বেলা ২ টা পর্যন্ত ।