রাখাইনে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৪ রোহিঙ্গা শিশু নিহত

0

লোকসমাজ ডেস্ক॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে এক ল্যান্ডমাইন বিস্ফোরণে ৪ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই ঘটনা ঘটে। এর জন্য দেশটির সেনাবাহিনী ও জাতিগত বিদ্রোহীরা একে অন্যকে দায়ি করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ঘটনায় আরো ৫ শিশু ও তাদের শিক্ষক আহত হয়েছেন। দেশটির কিয়াউক ইয়ান গ্রামে জ্বালানির জন্য কাঠ সংগ্রহে গেলে এই ঘটনা ঘটে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন ফোনে এ কথা জানান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলেও জানান জাও।
তিনি অভিযোগ করেছেন, এই ল্যান্ডমাইনটি আরাকান আর্মির সদস্যরা পেতে রেখে গেছে। অপরদিকে আরাকান আর্মির মুখপাত্র এর জন্য সেনাবাহিনীকে দায়ি করেছেন।
গত বছর মিয়ানমারে সহিংসতায় নিহত হয়েছে ১৪৩ শিশু। এছাড়া, গত ডিসেম্বরে নতুন করে উত্তেজনা শুরু হলে রাখাইন রাজ্য থেকে লাখো মানুষ বাস্তচ্যুত হয়েছেন।