ভুয়া ভিডিও পোস্ট করে বিপাকে ইমরান খান

0

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের ভিডিওকে ভারতের আন্দোলনের দাবি করে বিপাকে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার রাত ৮টার দিকে নিজের টুইটারে ভিডিওটি আপলোড করেন তিনি। ওই ভিডিও সম্পর্কে তিনি মিথ্যা দাবি করেন যে, উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা চালাচ্ছে ভারতীয় পুলিশ। কিন্তু পরে নিশ্চিত হওয়া যায় যে, ভিডিওটি ভারতের নয় বরং সেটা ছিলো বাংলাদেশের। মুহূর্তেই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন ইমরান খান। কমেন্টে তারা ভুয়া ভিডিও পোস্টের জন্য পাক প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। ক্ষোভের মুখে শেষ পর্যন্ত ভিডিওটি মুছে ফেলতে বাধ্য হন ইমরান। এর আগে প্রায় দু ঘন্টা ভিডিওটি টুইটারে ছিলো। ততক্ষণে তার স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে।
ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর পোশাক পরিহিত একটি দল লাঠিপেটা করছে। ভুয়া ভিডিও পোস্টের প্রতিবাদ জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশও। তারা বলেছে, এটা উত্তর প্রদেশ নয়, ২০১৩ সালে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ঘটনা এটা। যেসব বাহিনীর সদস্যদের সেখানে দেখা গেছে তাদের ইউনিফর্মে লেখা ছিলো র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। উত্তর প্রদেশ পুলিশ ইমরান খানের ভুল ধরিয়ে দিতে সঙ্গে কিছু লিংকও যুক্ত করে দেয়। বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে জানা যায়, যেই ভিডিওটি ইমরান খান পোস্ট করেছিলেন সেটি আসলে ২০১৩ সালে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশের সময়ে। সেসময় সমাবেশ থেকে ঢাকার দোকানপাটে আগুন ধরিয়ে দেয়া হয়। বিশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে তখন আইনশৃঙ্খলা বাহিনী সেখানে লাঠিপেটা করেছিলো। সেই ৭ বছর পূর্বের ঘটনারই একটি ফুটেজ নিয়ে তাকে উত্তর প্রদেশের ঘটনা বলে দাবি করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ নিয়ে তাকে ভর্তসনা করেছেন ভারতীয় কর্মকর্তারাও। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র রাভিশ কুমার টুইটারে লিখেছেন, এটি ইমরান খানের পূর্বেকার অভ্যাস।