ভিন্ন মেজাজে ভূমি

0

লোকসমাজ ডেস্ক॥ নতুন বছরে ছুটি কাটাচ্ছেন তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে উপচে পড়ছে সেই সব ছবি। আলিয়া-রনবীর থেকে অনুশকা-বিরাট কিংবা সাইফ-কারিনা হোক বা মালাইকা আরোরা-অর্জুন কাপুর, নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তাদের ভালোবাসার মানুষদের সঙ্গে। সেই সঙ্গে বিকিনি পড়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন আরেক বলিউড অভিনেত্রী ভূমি পাণ্ডেকর। নতুন বছরে ইন্সটাগ্রামে এ ছবি শেয়ার করে লিখেছেন, আগামী দশকের জন্য এটাই আমার মুড। ছবিতে দেখা যাচ্ছে, ভূমি সবুজ বিকিনিতে সমুদ্রতটে উত্তাপ ছড়িয়ে নতুন বছরকে যেন আষ্টেপৃষ্ঠে আপন করে নিলেন তার সঙ্গে। খোলা আকাশের নীচে, নতুন বছরের সূর্যকে সাক্ষ্মী রেখে প্রকৃতি থেকে যেন অফুরন্ত প্রাণপ্রাচুর্য খুঁজে নিলেন ভূমি। ভিন্ন মেজাজের এ ছবির সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন ভূমি।
সেই ভিডিওর সঙ্গে লিখেছেন, জীবন যেমন অনেক কিছু দেয় তেমনি কেড়েও নেয়। গত বছর আমাকে অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি করেছে। যাতে আমি সমৃদ্ধ হয়েছি। অনেক ভালো ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি। কাজ করে আমার স্বপ্নের কাছাকাছি পৌঁছেছি। সকলের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। একইসঙ্গে আবার অনেক ভালোবাসার মানুষ ছেড়ে চলে গিয়েছে। সব মিলিয়ে ভালোয়-মন্দ মিশিয়ে কেটে গেল আরো একটা বছর। আবারও অপেক্ষা, এ বছরটাকে দেখার। অপেক্ষা নতুন শেখারও। তার এ ছবি ও ভিডিওর নিচে অনেকেই শুভকামনা জানিয়েছেন। তার বিকিনি পরিহিত ছবির প্রশংসাও করেছেন অনেকে। এদিকে কাজের জগতে আর কয়েকদিনের মধ্যে ভূমিকে দেখা যাবে ‘ড্রামা ভূত-পার্ট ওয়ান’ ছবিতে। এর বাইরে নতুন আরো কয়েকটি ছবি হাতে রয়েছে তার।