নওয়াপাড়া প্রেস কাবের নির্বাচন : সভাপতি আসলাম হোসেন সম্পাদক মোজাফ্ফর

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেস কাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট ১৩ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বুধবার ১ জানুয়ারি সকালে নির্বাচন কমিশনের চেয়ারম্যান নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সদস্য সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ ও নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিদুল ইসলাম খান স্বাক্ষরিত ফলাফলে নবনির্বাচিত কমিটির সভাপতি আসলাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক দৈনিক লোকসমাজ ও ইনকিলাব এবং সহ-সভাপতি এস এম মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ নির্বাচিত হয়েছেন। অন্যান্যরা হলেন, যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠের অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, দপ্তর ও গণসংযোগ সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সেলিম হোসেন, তথ্য প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক তারিম আহমেদ ইমন। নির্বাহী সদস্য গাজী রেজাউল করিম ও আলাউদ্দিন খান হিরা।