ভৈরব নদ খনন কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার তাগিদ পানি সম্পদ প্রতিমন্ত্রীর

0

স্টাফ রিপোর্টার ॥ ভৈরব নদ খনন কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বৃহস্পতিবার দুপুরে যশোরের ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ভৈরব নদ খননে সরকারের একটি বড় প্রকল্প। প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যই খননকাজ শেষ করতে হবে। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের যে উন্নয়নের রোল মডেল হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষ সুফল ভোগ করতে পারবে। নদের পুরোপুরি খনন হলে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। স্বচ্ছতার সাথে কাজ এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ভৈরব নদের বিজয় নগর ও দৌলতদিহি এলাকায় পরিদর্শন করেন। এসময় তিনি কাজের অগ্রগতি বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশী মো.তাওহীদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি প্রতিমন্ত্রীকে জানান, এই প্রকল্পের ৯২ কিলোমিটার খননের জন্য ২৭২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে ৫৮ কিলোমিটার খনন শুরু হয়েছে। প্রকল্পের মেয়াদ অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে বলে তিনি প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসময় প্রতিমন্ত্রীর কাছে ভৈরবের নব্যতা ফিরিয়ে আনার জন্য নদের ওপর দিয়ে ৫১ টি এলজিইডির ব্রিজ পুননির্মাণের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় প্রতিমন্ত্রী এসব ব্রিজ পূণনির্মানের বিষয়ে উপস্থিত স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্যকে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে কথা বলে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান। প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে আরও ছিলেন পানি উন্নয়ন বোর্ডেও মহাপরিচালক মাহফুজুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউ আরীফসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে প্রতিমন্ত্রী যশোরের ভবদহ এলাকা পরিদর্শনে যান।