চাচিকে হয়রানির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা!

0

নড়াইল প্রতিনিধি॥ নড়াইলে চাচিকে অনৈতিক প্রস্তাব ও যৌন হয়রানির প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি বাজারে কম্পিউটার দোকানি জহিরুল মোল্যাকে (২৪) বুধবার সন্ধ্যায় পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। নিহত জহিরুল নড়াগাতি গ্রামের আকুব্বর মোল্যা আকুর ছেলে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, জহিরুল মোল্যার চাচিকে পাশের কামশিয়া এলাকার জাহিদ ও তার সহযোগী রেজওয়ান অনৈতিক প্রস্তাব দেয়। এর প্রতিবাদ করায় জাহিদ ও তার সহযোগীরা জহিরুলকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় জহিরুলকে তার দোকানের সামনে মাথায় কাঠ দিয়ে গুরুতর আঘাত করা হয়। চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে জহিরুল মারা যান।’ তিনি জানান, এ ব্যাপারে নড়াগাতি থানায় মামলা দায়ের হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।