কাউন্সিলর প্রার্থী গ্রেফতারের প্রতিক্রিয়ায় যা বললেন ইশরাক

0

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডে বিএনপিসমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাজউদ্দিন আহমেদ তাজু বংশাল থানা বিএনপির সভাপতি। কাউন্সিলর প্রার্থী গ্রেফতারের প্রতিক্রিয়ায় ঢাকা দক্ষিনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বের হওয়ার পরে আমাদের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দীন আহমেদ তাইজুলকে পুলিশ আটক করে প্রায় দেড় ঘন্টা একটি রেস্টুরেন্টে আটকে রাখে। পরে তাকে বংশাল থানায় নিয়ে গেলে খবর পেয়ে আমি সেখানে যাই। আমি পুলিশের কাছে আটকের কারণ জানতে চাইলে তারা পুলিশ একটি পুরানো মামলার ওয়ারেন্ট বের করে তাকে গ্রেফতার দেখানোর কথা জানায়। আমি মনেকরি একটি ভীতিকর পরিস্থিতি তৈরী করার লক্ষ্যে সরকারের নির্দেশে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরাতন মামলায় ওয়েরেন্ট তৈরী করে তাকে গ্রেফতার দেখিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাজউদ্দীন আহমেদের নিঃর্শত মুক্তি দাবি করছি। এ বিষয় জানতে চাইলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, তাজউদ্দিন আহমেদ তাজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি নাশকতা ও রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাও ছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, সুনির্দিষ্ট কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হস্তান্তর করা হবে।