ঢাকায় আসছেন ম্যারাডোনা

0

লোকসমাজ ডেস্ক ॥ ফুটবলের জীবন্ত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা প্রথমবারের মতো ঢাকায় আসছেন। আর্জেন্টাইন কিংবদন্তি কবে আসবেন, সেটা এখনো নির্ধারণ হয়নি। তবে তিনি যে আসছেন, সেটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি মঙ্গলবার বলেছেন, ‘ম্যারাডোনা আসছে, সেটা নিশ্চিত। কবে আসছে, সেটা আমরা পরে জানাব।’
তার আগে এদিন বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসছেন ম্যারাডোনা’। ম্যারাডোনা আসার উপলক্ষ্যটা আর কিছু নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন। এই উপলক্ষকে সামনে রেখেই আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে আনা হচ্ছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সবগুলো ফেডারেশনই বিশেষ কিছু আয়োজনের চেষ্টা করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বঙ্গবন্ধুর নামে বিপিএল করছে। সামনে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বঙ্গবন্ধু গোল্ডকাপ করবে। পাশাপাশি ম্যারাডোনাকে আনবে। এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনসহ অন্য ফেডারেশনগুলো বিশেষ কিছু আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।