পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়ার একজন ব্যবসায়ীর কাছে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির পরিচালক সুব্রত বাইন পরিচয়ে চাঁদাদাবি ও বোমা হামলার সাথে জড়িত ২ যুবক আটক হয়েছে। মশিউর রহমান (২৩) ও মহির হোসেন (২৫) নামে ওই দুই চাঁদাবাজকে গত রোববার রাতে আটক করে ডিবি পুলিশ। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান তাদের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর রাত সোয়া নয়টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি ০১৯০৩-৫১৩৫১২ নম্বরের মোবাইল ফোন থেকে নওয়পাড়ার মহাশ্মশান ঘাটের আল-মামুন ট্রেডার্সের মালিক শরিফুল ইসলামের কাছে ফোন করে নিজেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির পরিচালক সুব্রত বাইন পরিচয় দেয়। এ সময় সে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বিকাশে পাঠিয়ে দিতে বলে। কিন্তু ব্যবসায়ী শরিফুল ইসলাম তাকে টাকা দিতে অস্বীকার করলে সে তাকে বড় ধরনের তি করার জন্য হুমকি দেয়। এ ঘটনার পর গত ২৭ নভেম্বর রাত পৌনে নয়টার দিকে ওই ব্যবসায়ীর শংকরপাশা গ্রামের বাড়ির গেটের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। পরদিন ২৮ নভেম্বর রাত পৌনে ১১ টার দিকে ব্যবসায়ীর মোবাইল ফোনে একটি ুদ্র বার্তা পাঠানো হয়। এতে লেখা ছিলো ‘ভাই কাজের পরিচয় পাইছেন। বাড়াবাড়ি না করে যা বলি তাই শুনেন। ফোন দিব, রিসিভ করেন।’ এরপর ৩০ নভেম্বর বিকেলে ফের ফোন করে অজ্ঞাতনামা ওই ব্যক্তি বলে, ‘নমুনা তো দেখলি, টাকা কোন সময় দিবি বল।’ কিন্তু এরপরও ব্যবসায়ী শরিফুল ইসলাম চাঁদা দিতে অস্বীকার করায় তাকে বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকি ধামকি দেয়া হতো। এ ঘটনায় শরিফুল ইসলাম গত ১১ ডিসেম্বর অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে গত রোববার রাতে নওয়পাড়ার ৪ নম্বর ওয়ার্ডের মিনি বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ঘটনার সাথে জড়িত ২ জনকে তারা আটক করেন। এরা হচ্ছে-নওয়াপাড়া মিনি বাজার এলাকার ইরাজ গাজীর ছেলে মহির হোসেন ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার যাত্রাবাড়ি গ্রামের গাউছ ঘরামীর ছেলে মশিউর রহমান। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির কথা স্বীকার করে। তিনি আরো জানান, সোমবার মহির হোসেন ও মশিউর রহমানকে আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান তাদের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারের পাঠানোর আদেশ দেন।