মিছিলে পুলিশের বাধা, মঙ্গলবার সারাদেশে বাম জোটের বিক্ষোভ

0

লোকসমাজ ডেস্ক ॥ ৩০ ডিসেম্বরকে ‘কালোদিবস’ হিসেবে পালন করে গণতান্ত্রিক বামজোট। ভোট ডাকাতির একবছর উল্লেখ করে সোমবার (৩০ ডিসেম্বর) সারাদিন ‘কালো দিবস’ পালন করছে বাম গণতান্ত্রিক জোট। তারই অংশ হিসেবে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জোটটির নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে তারা প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে যাত্রা করে। সে যাত্রায় পুলিশ বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। আর এতে আহত হন পুলিশ সদস্যসহ ২০ জনেরও বেশি। মিছিলে বাধা দেওয়ার ফলে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪ টায় আবারও দেশব্যাপী সমাবেশ ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আজকের দিনটিকে সারাদেশের জনগণ ‘কালোদিবস’ হিসেবে পালন করছে। এই বাঙালি জাতি বিজয় অর্জন করতে জানে। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা বিজয় অর্জন করতে জানি কিন্তু রক্ষা করতে জানি না। এই বাঙালি জাতি অনেক ইতিহাস সৃষ্টি করেছে, আবার আজকের মতো কালো দিবসও সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, আমরা বাঙালির সোনালী ইতিহাস থেকে এই কালো দিবসের অধ্যায় চিরদিনের জন্য ধূলিস্যাৎ করে দিতে চাই। আর সেটা করতে হলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মেহনতী মানুষের রাজত্ব কায়েম করতে হবে। এই দেশকে বাঁচাতে হলে এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এই সরকারের বিদায় হলে বামপন্থী দল ক্ষমতায় আসবে এমন মন্তব্য করে তিনি বলেন, ‘অনেকেই বলে এই সরকার চলে গেলে তার জায়গায় কে আসবে? এই সরকার চলে গেলে তার জায়গায় বামপন্থী দল নেতৃত্বে আসবে।’
গতবছর ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে যে ঘটনা ঘটিয়েছিল, সেটা ছিল ভুয়া নির্বাচন মন্তব্য করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ভুয়া নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসে, সেই সরকারকে ভুয়া সরকার ছাড়া অন্য কিছু বলা যায় না। তাই ভুয়া নির্বাচনের বিরুদ্ধে যেমন আন্দোলন শুরু করেছি, একইসঙ্গে এই ভুয়া সরকারকে পদত্যাগ করানোর জন্য রাজপথে নামতে হবে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগ সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। মানুষ তাদের নাম দিয়েছে ভোট ডাকাতির সরকার। আপনারা জানেন আওয়ামী লীগ একসময় গণতন্ত্র রক্ষার জন্য রাজপথে লড়াই করেছে। আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার কেড়ে নিয়ে সন্ত্রাস চালিয়ে ক্ষমতায় আছে। এটা আমি লীগের রাজনৈতিক ও নৈতিক পরাজয় বলবো। চরমপন্থীর মতো করে ক্ষমতায় আছে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, কমরেড ফজলুর রশীদ ফিরোজা, কমরেড মোশাররফ হোসেন নান্নু প্রমুখ।