‘খালেদা জিয়াকে মুক্ত করতে শপথ নিয়ে রাজপথে নামতে হবে’

0

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘এবার খালেদা জিয়াকে মুক্ত করার জন্য শপথ নিয়ে রাজপথে নামতে হবে। তাহলে এই ভোটারবিহীন সরকারের কারাগার থেকে ম্যাডামকে মুক্ত করা যাবে।’ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অভিনেতা বাবুল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান। অনুষ্ঠানের শুরুতে জাসাস কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির চেয়ারপারসনকে কারাগার থেকে মুক্ত করতে রাজপথে আন্দোলনের বিকল্প নেই। এবার আর ঘরে বসে থাকলে হবে না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা স্বাধীন দেশ পেতাম না। খালেদা জিয়া তার ছোট ছেলেকে হারিয়েছেন। বড় ছেলে অসুস্থ অবস্থায় দেশের বাইরে আছেন। শুধু তাই নয়, দেশের স্বার্থে মিথ্যা মামলায় প্রায় দুই বছর যাবৎ কারাগারে আছেন তিনি। এক কথায়, আমরা সবাই জিয়া পরিবারের কাছে ঋণী। এখন সময় এসেছে সেই পরিশোধ করার। খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেই কিছুটা ঋণ আমরা পরিশোধ করতে পারবো।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ২৯ ডিসেম্বরের রাত এক কলঙ্কিত অধ্যায়। এই রাতেই ভোটারদের কাছ থেকে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল, দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। দেশবাসীর কাছে এই রাত ভোটাধিকার হরণের কালো রাত হিসেবে কলঙ্কিত হয়ে থাকবে।’ এ সময় তিনি জাসাস কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সব পর্যায়ের নেতাদের অভিনন্দন জানান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই সিকদার, সহ-সভাপতি জাহাঙ্গীর শিকদার, সানাউল হক প্রমুখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।