ডেঙ্গু সচেতনতায় প্রচারণা যশোর বিএনপির

0
স্টাফ রিপোর্টার।। যশোর শহরে ডেঙ্গু সচেতনতায় প্রচারপত্র বিলি করেছে জেলা বিএনপি। দলীয় নেতা-কর্মীরা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই প্রচার পত্র বিলি করা হয়। মঙ্গলবার  দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়কে কার্যক্রম চালানো হয়। সড়কের পথচারী ও ব্যবসায়ীদের মাঝে জেলা বিএনপির ডেঙ্গু সচেতনতা মূলক প্রচার পত্র বিলি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম,  সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর,  সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি,  জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু  প্রমুখ।