ঝিকরগাছায় শাশুড়ির নির্যাতনে চোখ হারাচ্ছেন এক গৃহবধূ

0

স্টাফ রিপোর্টার ॥ শাশুড়ির নির্যাতনে যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দপুরের নাসিমা বেগম (২২) নামে এক গৃহবধূ একটি চোখ হারাতে যাচ্ছে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক গোলযোগের জের ধরে গত শনিবার রাতে এ নির্যাতনের ঘটনা ঘটে। নাসিমা বেগম পুরন্দপুরের আশিকুল ইসলামের স্ত্রী। গত শনিবার স্বামী আশিকুল ইসলামের সাথে তার চাচাশ্বশুর মিজানুর রহমানের নারিকেল গাছ নিয়ে বিরোধ বাধে। এ বিরোধের জের ধরে শনিবার রাত ৮টার দিকে গোলযোগ হয়। এ সময় নাসিমা বেগম গোলযোগ থামাতে গেলে তার চাচি শাশুড়ি সাজেদা বেগম এসে নাসিমা বেগমকে বেদম প্রহার করে এবং বাম চোখে লাঠি দিয়ে আঘাত করলে রক্তক্ষরণ হতে থাকে। ওই রাতে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।