রামনগরে ইমাম ইরফান আলীর ইন্তিকাল

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের রামনগর ইউনিয়নের কুয়াদার ইমাম ইরফান আলী গাজী ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ১১০ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে শনিবার সকালে কামালপুর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কালীগঞ্জ চাপরাঈল জামে মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন। তিনি ৭ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদআসর দণি কামালপুর কেন্দ্রীয় ঈদগাহে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজায় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।