যশোরে কাবার পথে হজ্ব গ্রুপের অফিস উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কাবার পথে হজ্ব গ্রুপের সেমিনারে বক্তারা বলেছেন, ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজ্ব। এর মাধ্যমে মুমীন মুসলমানরা পাপমুক্ত হয়। সারাজীবন পাপ-পংকিলতায় জড়িত থেকে বৃদ্ধ বয়সে মক্কা-মদীনায় গিয়ে পাপমুক্ত হয়ে আসার নিয়ত করলে হজ্বের সুফল পাওয়া যায় না। হজ্ব থেকে সুফল পাওয়ার পূর্ব শর্তই হচ্ছে পরিশুদ্ধ নিয়ত ও কর্মকান্ড।
শনিবার যশোর বিডি হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। কাবার পথে হজ্ব গ্রুপের যশোর অফিসের উদ্বোধন উপলক্ষে হজ্ব ও ওমরার গুরুত্ব তাৎপর্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। হজ্ব গ্রুপের যশোর অঞ্চলের পরিচালক প্রভাষক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন- ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল আহাদ, যশোর অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক কেএম মিজানুর রহমান, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল লতিফ, চৌগাছার ধুলিয়ানি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মাওলানা আবু সাঈদ প্রমুখ। প্রধান অতিথি শহিদুল ইসলাম মিলন বলেন, যশোর অঞ্চলের মানুষ বরাবরই ধর্মভীরু। প্রতিবছর এই অঞ্চল থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি হজ্ব এবং ওমরা পালন করেন। আগামীতেও এই অঞ্চলের মুসল্লিদের হজ্ব ও ওমরা পালনে কাবার পথে হজ্ব গ্রুপ বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।