যশোরে হোটেল ও বেকারি শ্রমিকদের বেতন ও রেশনিংয়ের দাবি

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণায় কার্যত দেশ ‘লকডাউন’ অবস্থায় রয়েছে। এ অবস্থায় যশোরের হোটেল মালিকরা সকল হোটেল বন্ধ করে দিয়েছে। এ কারণে শ্রমিকদের থাকা ও খাওয়ার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে হোটেল শ্রমিকদের থাকা-খাওয়া ব্যবস্থা, সবেতনে ছুটি ও সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ রেশনিংয়ের ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি