রাশিয়া, চীন ও ইরানের যৌথ মহড়া

0

লোকসমাজ ডেস্ক ॥ রাশিয়া, চীন ও ইরানের যৌথ নৌমহড়ার দ্বিতীয় দিন শনিবার। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ভারত মহাসাগর ও ওমান উপসাগরে ‘মেরিন সিকিউরিটি বেল্ট’ নামের চার দিনের যৌথ মহড়া শুরু করে ওই তিন দেশের নৌবাহিনী। চলবে সোমবার পর্যন্ত। আঞ্চলিক নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে এই মহড়া শুরু হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওমান উপসাগরের উপকূলে ইরানের চাহাবাহার বন্দর থেকে যৌথ নৌমহড়া শুরু হয়েছে। চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় এই প্রথমবারের মতো অংশ নিয়েছে তেহরান। ইরান সূত্র জানিয়েছে, বিশ্ব বাণিজ্যে ওমান সাগর ও ভারত মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের বহু দেশের বাণিজ্যিক জাহাজ এই রুট দিয়ে চলাচল করে। কাজেই এখানকার নিরাপত্তা রক্ষার যথেষ্ট গুরুত্ব রয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের সামরিক অভিজ্ঞতা বিনিময়, সন্ত্রাসবাদ মোকাবিলা ও জলদস্যুদের দমন এ মহড়া আয়োজনের উদেশ্য।