রামপালে বিএনপির প্রতিবাদ সমাবেশ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদান বিষয়ক প্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপি সমাবেশ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।

বিশেষ অতিথি ছিলেন, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মেহেদী হাসান মিঠু, রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন হাওলাদার, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সোহাগ আকন, ভোজপাতিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম, যুবদল নেতা বাবলু হাওলাদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী বলেন, রাজনীতির নামে সৌহার্দ্যপূর্ণ অবস্থান বিনষ্ট করার অপচেষ্টা চলছে। কথিত বিএনপির নেতা- কর্মীরা জামায়াতে যোগদান করেছে প্রচার করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে জামায়াত।