লটারি ভাগ্যে কোন জেলার পুলিশ সুপারের দায়িত্ব কে পেলেন

0

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে লটারি করে এক দিনে দেশের ৬৪ জেলার পুলিশের নেতৃত্ব বদলে দিল অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওই লটারি করে বদলির ভাগ্য চূড়ান্ত করা হয়েছিল। সে অনুযায়ী বুধবার ৬৪ জেলার নতুন পুলিশ সুপারদের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হল।

একই দিনে পৃথক আদেশে বিভিন্ন জেলার ১৩ জন পুলিশ সুপারকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এসব ইউনিটের মধ্যে রয়েছে এসবি, ডিএমপি, খুলনা রেঞ্জ, পিবিআই, সিআইডি, এপিবিএন।