বিএনপির অঙ্গীকার খুব পরিষ্কার, স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চাই: মির্জা ফখরুল

0
বিজেসি আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার—আমরা একটি স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং সেটিকে তৈরি করতে চাই।”

সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, অতীতেও বিএনপি স্বাধীন সংবাদমাধ্যম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ক্ষমতায় গেলে সেই নীতি আরও শক্তিশালী করা হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের নিজস্ব অঙ্গীকার ও নিরপেক্ষতা গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বিজেসি তাদের আট দফা প্রস্তাব তুলে ধরে সম্প্রচার আইন, স্বাধীন সম্প্রচার কমিশন এবং দলীয় প্রভাবমুক্ত সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠার দাবি জানায়।