হাজারো মোটরসাইকেল বহর নিয়ে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিন্টুর শোডাউন

0

স্টাফ রির্পোটার ।। হাজার হাজার কর্মী-সমর্থকের মোটরসাইকেল বহর নিয়ে দিনভর যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে শোডাউন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-৫ (মনিরামপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান মিন্টু।

​রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে মনিরামপুর পৌরশহরের দক্ষিণ মাথা থেকে এই শোডাউন শুরু হয়। এ সময় মিন্টুকে তাঁর জীপগাড়িতে এক হাতে জাতীয় পতাকা ও অন্য হাতে জনতাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। তাঁর গাড়ির সামনে-পেছনে হাজারো মোটরসাইকেল ও ট্রাকে করে আসা নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন।

বহরটি পৌরশহর অতিক্রম করার সময় উৎসুক জনতার ঢল নামে এবং স্লোগানে পুরো পরিবেশ প্রকম্পিত হয়ে ওঠে।

​উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক জানান, শোডাউনটি রোহিতা, রাজগঞ্জ, চালুয়াহাটি, শ্যামকুড়, খানপুর, কালিবাড়ি ও মশিয়াহাটি এলাকায় গিয়ে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালায়।

​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান মিন্টু বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতেই এই প্রচারণা।”