যশোরে মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখার মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখার (আঞ্চলিক কমিটি) পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মনিহার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সভায় সভাপতিত্ব করেন নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি তরজিনা বেগম। সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ। সভা পরিচালনা করেন, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।