সংকটে জনগণকে কখনো ছেড়ে যায়নি বিএনপি : নার্গিস বেগম 

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি বিগত দিনে জনগণকে কখনো ছেড়ে যায়নি, আগামী দিনেও ছেড়ে যাবে না। কারণ বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। আমাদের প্রতিটি নেতাকর্মী সর্বদা সুখে-দুঃখে জনগণের পাশে ছিল। কিন্তু আজকে যারা ভালো মানুষ সেজে জনগণকে বিভিন্ন উপহার দিচ্ছে, বিগত দিনে সংকটময় মুহূর্তে জনগণ তাদের পাশে পায়নি।

শুক্রবার যশোর নগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৬ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রায়পাড়ায় অনুষ্ঠিত বৈঠকে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি সকল নাগরিকের স্বাধীনতা নিশ্চিত করার জন্য। বিএনপি মনে করে, প্রতিটি নাগরিকের তার নিজের মতো করে চলা ও মতপ্রকাশের অধিকার রয়েছে। সেই অধিকার আদায়ের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েও গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বিএনপির প্রতিটি নেতাকর্মী সর্বোচ্চ ধৈর্য এবং সংযম প্রদর্শন করেছে। কারণ আমরা প্রতিশোধের রাজনীতি করি না, সহনশীলতার রাজনীতি করি। সম্প্রীতি ও শৃঙ্খলার যশোর প্রতিষ্ঠার জন্য আমরা রাজনীতি করি, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে একসাথে বসবাস করতে পারি।

কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক দিলরুবা খানমের সভাপতিত্বে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।