জেলা প্রশাসক গোল্ডকাপ ফাইনালে জুলুর সোনালী গোলেই চ্যাম্পিয়ন সদর

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা ছিনিয়ে নিল সদর উপজেলা। বৃহস্পতিবার যশোর স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে টান টান উত্তেজনার ফাইনাল ম্যাচে চৌগাছা উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে সদর। বিজয়ীর মুকুট এনে দেওয়া সেই ইতিহাস গড়া গোলটি আসে জুলুর পা থেকে।

এদিন স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, বিগত দুই দশকে যশোরের ক্রীড়া সংগঠকরাও নাকি এমন দৃশ্য দেখেননি! কানায় কানায় পূর্ণ গ্যালারির প্রাণবন্ত উপস্থিতিতে শুরু হয় সদর ও চৌগাছার বল দখলের মহারণ। কিন্তু প্রথমার্ধের পুরোটা সময় জুড়েই দর্শকরা ছিল কিছুটা হতাশ। দু’দলের রক্ষণভাগ ছিল ইস্পাত কঠিন, আক্রমণ-পাল্টা আক্রমণের ধারালো চেষ্টা করেও কোনো দলই জালের দেখা পায়নি, প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র’তে।

তবে দ্বিতীয় অর্ধের বাঁশি বাজার সাথে সাথেই বদলে যায় খেলার দৃশ্যপট। স্বাগতিক সদর উপজেলা যেন তেতে ওঠে, শুরু করে একের পর এক ঝড়ো আক্রমণ। দ্বিতীয় মিনিটের মধ্যেই সদরের জোরালো শট অত্যন্ত দক্ষতার সঙ্গে তালুবন্দি করেন চৌগাছার গোলরক্ষক শিহাব। পরের কয়েক মিনিটে চৌগাছার দুর্গ আগলে রাখার মূল কাণ্ডারি হয়ে ওঠেন এই শিহাবই, প্রতিপক্ষের একাধিক গোলমুখী আক্রমণ ব্যর্থ করে দেন তিনি। খেলার ৫৬ মিনিটে চৌগাছা একটি কর্নার থেকে গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।

খেলার ৫৯ মিনিটে দেখা যায় উত্তেজনার পারদ চড়া এক মুহূর্ত। সদরের দলীয় অধিনায়ক মান্নাফ রাব্বি প্রতিপক্ষের এক বিদেশী খেলোয়াড়ের গায়ে হাত তোলায় রেফারি তাকে সতর্ক করতে বাধ্য হন এবং হলুদ কার্ড দেখান।

তবে খেলার মোড় পুরোপুরি ঘুরে যায় ৬২ মিনিটে। প্রতিপক্ষের কর্নার ফ্লাগের সামান্য দূর থেকে ফ্রি কিক লাভ করে সদর। অধিনায়ক মান্নাফ রাব্বির নেওয়া সেই ফ্রি কিক থেকে জুলু সরাসরি বলকে জড়িয়ে দেন চৌগাছার জালে। স্টেডিয়াম জুড়ে তখন সদরের সমর্থকদের উল্লাস, বাঁধভাঙা আনন্দের ঢেউ।

বাকি সময়ে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও চৌগাছা তাদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও সেই গোল আর শোধ দিতে পারেনি। রেফারির শেষ বাঁশি বাজতেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সদর উপজেলা, তাদের মাথায় ওঠে চ্যাম্পিয়ন মুকুট!

খেলা শেষে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চৌগাছার আরিফ এবং পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করেন চৌগাছা দলের গোলরক্ষক শিহাব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ অন্যান্য অতিথিরা এসময় উপস্থিত ছিলেন। ৯ নভেম্বর থেকে আটটি উপজেলাকে নিয়ে নক-আউট পদ্ধতিতে শুরু হয়েছিল এই জমকালো টুর্নামেন্ট।