যশোরে ধানের শীষের প্রচার মিছিল শ্রমিক দলের

0

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোননীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে প্রচার মিছিল করেছে যশোর জেলা শ্রমিক দল। মঙ্গলবার অনুষ্ঠিত প্রচার মিছিলে যশোরের কর্মরত ভিন্ন সেক্টরের শ্রমিক অংশ নেন।

শহরের চিত্রা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চৌরাস্তা মোড়, রেল রোড, লালদিঘীপাড় হয়ে মাইকপট্টি এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, সহ-সভাপতি আব্দুল ওয়াদুুদ, যুগ্ম-সম্পাদক আক্তার মুন্সি, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, শিক্ষা বোর্ড শ্রমিক দলের সভাপতি রাসেল পান্না, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, শ্রমিক দল নেতা গাজী জামির হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।