যশোরে ফেনসিডিল ব্যবসায়ী আতির যাবজ্জীবন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলগেট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আতিয়ার রহমানকে ফেনসিডিলের একটি মামলায় মঙ্গলবার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদান্ডের আদেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জা এই রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর অ্যাড. গোলাম মোস্তফা জানান, সাজাপ্রাপ্ত আসামি আতিয়ার রহমান শহরের রেলগেট পশ্চিম পাড়ার মৃত কাশেম ঢালীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আতিয়ার রহমান আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৯ অক্টোবর বিকেলে ডিবি পুলিশের তৎকালীন এসআই মুরাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট পশ্চিম পাড়ায় মাদক ব্যবসায়ী আতিয়ার রহমানের বাড়িতে অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি আতিয়ার রহমানকে আটক করেন। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে বাজার করা একটি ব্যাগের ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন ডিবি পুলিশের ওই কর্মকর্তা। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

এরপর মামলার তদন্ত শেষে আসামি আতিয়ার রহমানকে অভিযুক্ত করে একই বছরের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালীন এসআই তোফায়েল আহমেদ।

ওই মামলা আসামি আতিয়ার রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন। রায় ঘোষণা শেষে আতিয়ার রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।