ঝিকরগাছায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় সোনালী মার্কেট চত্বরে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।

উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানার সঞ্চালনায় তারুণ্যের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।

বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভির হোসেন চয়ন প্রমুখ।