ধানের শীষের বিজয় হলে  গণতন্ত্রের বিজয় হবে :তৃপ্তি

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোর- ১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় হলে নতুন বাংলাদেশের বিজয় হবে। বিজয় হবে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের। বিজয় হবে গণতন্ত্রের। তিনি ধানের শীষে ভোট দিতে শার্শার ১৮০টি গ্রামের নাগরিকদের প্রতি আহবান জানান।

সোমবার বিকেলে শার্শা উপজেলার বাগআঁচড়া মাধ্যমিক হাইস্কুল মাঠে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী  উঠান বৈঠক ও কর্মীসভায় এ কথা বলেন ।

অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তিনি উঠান বৈঠকে উপস্থিত পুরুষ ও নারী ভোটারদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু। অন্যান্যের ভেতর উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দিন আহম্মেদ, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি  শাহাবউদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মেহেরুল্লাহ, ইসাহক মিয়া, আশরাফুল আলম বাবু, আব্দুল আহাদ প্রমুখ।