বাঘারপাড়ায় বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা আটক

0

বাঘারপাড়া(যশোর)সংবাদদাতা॥ বিস্ফোরক আইনে যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলাকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সাইফুজ্জামান চৌধুরী ভোলা তেলীধান্যপুড়া গ্রামের নুরুজ্জামান চৌধুরী মনুর ছেলে। একই মামলায় সাবেক পৌর কমিশনার ও শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম উজ্জলকেও শনিবার সকালে দোহাকুলা বাজার থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহসাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাঘারপাড়া আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর নামে বিস্ফোরক আইনে থানায় মামলা করেন করেন। এ মামলায় সাইফুজ্জামান চৌধুরী ভোলা ৫ নম্বর আসামি ছিলেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়। ভোলা এই মামলার এজাহারভুক্ত আসামি।

তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, বিস্ফোরক আইনের মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন সাইফুজ্জামান। জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

এরই ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।