শার্শার কায়বায় বিএনপি মনোনীত প্রার্থী তৃপ্তির উঠান বৈঠক

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোর-১ (শার্শা) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বিএনপি একমাত্র দল যারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ নেয়। মা বোনেদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয়। তাদের সুখ দুঃখের ভাগিদার হতে চায়।

তিনি শনিবার বিকেলে ওয়ার্ড বিএনপি আয়োজিত শার্শার কায়বা ইউনিয়নের ১ নং ওয়ার্ড রুদ্রপুর পশ্চিম পাড়া ঈদগাহে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইমাম হোসেনের সভাপতিত্বে তৃপ্তি আরও বলেন, দেশে এখন সংকটময় পরিবেশ বিরাজ করছে। ধর্মের দোহাই দিয়ে একটি রাজনৈতিক দল মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌম হরণ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। স্বৈরাচার মুক্ত দেশ গড়তে চাই। মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই।

এসময় স্থানীয় ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উঠান বৈঠকে অংশ নেন। এছাড়াও যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।