যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ অভয়নগর ৫-০ গোলে হারালো ঝিকরগাছাকে

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় ৫-০ গোলের বড় জয় পেয়েছে অভয়নগর উপজেলা।

শনিবার যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে খেলায় প্রতিপক্ষ ঝিকরগাছা উপজেলাকে পরাজিত করে তারা সেমিফাইনালে জায়গা করে নেয়। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত একক আধিপত্য বিস্তার করে অভয়নগর।

প্রথমার্ধের খেলার ১৭ মিনিটে হাসান এবং ৩২ মিনিটে রিয়াজ গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন।

প্রথমার্ধের খেলার অতিরিক্ত সময়ে হাসান আরও একটি গোল করে দলকে ৩-০ গোলে লিড এনে দেন। খেলার মধ্য বিরতি থেকে ফিরে বিজয়ী দলের পক্ষে খেলার ৪৮ মিনিটে মইন চতুর্থ গোলটি করেন। খেলার শেষ মুহূর্তে ইয়াছিন দলের পক্ষে পঞ্চম গোলটি করেন।

বিজয়ী দলের জোড়া গোলদাতা হাসান সেরা খেলোয়াড়ার নির্বাচিত হন।