তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চুড়ামনকাটির জয়, হৈবতপুর ও বসুন্দিয়া ১-১ গোলে ড্র

0

স্পোর্টস রিপোর্টার ॥ তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শনিবারের দুটি খেলার একটিতে জয় পেয়েছে চুড়ামনকাটি ইউনিয়ন এবং হৈবতপুর ও বসুন্দিয়া ইউনিয়নের মধ্যকার অপর খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।

সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ এবং কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়।

কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় হৈবতপুর ইউনিয়ন বনাম বসুন্দিয়া ইউনিয়ন। এ খেলাটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধের খেলার ১৬ মিনিটে সাবিক হোসেনের গোলে ১-০ গোলের লিড নিয়ে এগিয়ে যায় হৈবতপুর ইউনিয়ন। এরপর খেলার ২৯ মিনিটে সাব্বিরের গোলে সমতায় ফেরে বসুনিয়া ইউনিয়ন।

প্রথমার্ধের খেলা ১-১ গোল শেষ হয়। দ্বিতীয়ার্ধের পুরোপুরি সময় জুড়ে উভয় দলই গোলের দেখা বঞ্চিত হয়। যে কারণে খেলা টি ১-১ গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়। খেলায় হৈবতপুরের শুভ সরদার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

 

এছাড়া খেলায় অংশ গ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো, সাবেক ফুটবলার কাজী জামাল, হালিম রেজা প্রমুখ।

অপরদিকে কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় জয় লাভ করে চুড়ামনকাটি ইউনিয়ন। তারেক রহমানের একমাত্র গোলে কচুয়া ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে। খেলার ৫৩ মিনিটে তিনি দলের পক্ষে জয় সূচক গোলটি করেন।

এ খেলার জয়ের নায়ক তারেক রহমান সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম তার হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় দুই দলের অংশ গ্রহণী প্রাইজমানি প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ।