যশোরে পর্দা উঠলো তরিকুল ইসলাম স্মৃতি ফুটবলের

0

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে পর্দা উঠলো তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের। শুক্রবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে বর্ণিল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

এ সময় মনোমুগ্ধকর ডিস প্লে পরিবেশিত হয়। দীর্ঘদিন পর যশোরে ফুটবলের এই জমকালো আসরকে কেন্দ্র করে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যান ফুটবল উৎসবের নগরীতে পরিণত হয়। বিকেল ৩ টায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করার কথা থাকলেও তার আগেই দর্শকরা মাঠে জড়ো হতে থাকেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই হাজার হাজার দর্শককের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্যে দিয়ে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

উদ্বোধনের আগেই খেলায় অংশগ্রহণকারী দুই দল উপশহর বনাম ফতেপর ইউনিয়নের খেলোয়াড়, -কর্মকর্তা বাদকদল নিয়ে মাঠে প্রবেশ করেন। মাঠসহ গোটা এলাকা ফেস্টুন, প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়। মাঠের প্রবেশ পথে তোরণ নির্মাণ করা হয়। মাঠভর্তি হাজার হাজার দর্শক ও ভুভুজেলার বাঁশির সুরে ফুটবলের উৎসবের নগরীতে পরিণত হয় ঐহিত্যবাহী উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যান।

টুর্নামেন্টের উদ্বোধক তার বক্তৃতায় বলেন, আমরা খেলাধুলাকে কেবলমাত্র হার-জিত হিসেবে দেখি না। খেলাধুলাকে রাষ্ট্র মেরামতের প্রচেষ্টার একটা অংশ হিসেবে দেখি। সমতা ও বন্ধুত্ব ফিরিয়ে আনার জন্যে ক্রীড়া বড় ধরনের একটা অবদান রাখে। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, প্রতিযোগিতামূলক মন-মানসিকতায় বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই শিক্ষাই দিয়েছেন। যত বেশি খেলাধুলার মাধ্যমে নিজেদের নিয়োজিত রাখতে পারবো, তত বেশি মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি নিজেদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারবো। সকলকে সাথে নিয়ে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে খেলাকে আবার মাঠে এনেছি।

যশোরের এই মাঠ থেকে বিগত দিনে অনেক খ্যাতিমান খেলোয়াড় তৈরি হয়েছেন। যারা দেশের সেরা ক্লাবসহ জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন। আমি আশাবাদী এই আয়োজনের মাধ্যমে আগামী দিনে এই মাঠ থেকে আবারও সেই মানের খেলোয়াড় তৈরি হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আগামীতে যশোরের ফুটবল উন্নয়নের আশ্বাস দেন তিনি। বাফুফে সভাপতি বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতকে যশোরের ছেলেদের খেলার পাশাপাশি মেয়েদের খেলাকে প্রমোট করার আহ্বান জানান। তিনি বলেন, আসুন সকলে মিলে খেলাধুলার মাধ্যমে সমাজ উন্নয়ন ও দেশকে মেরামত করি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক এ বি আখতারুজ্জামান।

এ সময় টুর্নামেন্টের পক্ষ থেকে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম মিন্টু, সাবেক ফুটবলার আজিজুল হক জিল্লু, শফিউল ইসলাম ও তপন মিত্রকে টুর্নামেন্টের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।