যশোরে স্বর্ণের ২টি বারসহ চোরাচালানী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে স্বর্ণের ২টি বারসহ শরিফুল ইসলাম (৫৬) নামে এক চোরাচালানীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। গত রোববার রাতে যশোর-নড়াইল সড়কের বাউলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক শরিফুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের আব্দুর রশিদের ছেলে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবি যশোরের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা গোপন সূত্রে খবর পান ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে একজন চোরাচালানী বাউলিয়া বাজারে অবস্থান করছেন। এ খবর পেয়ে তাদের একটি টিম রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে শরিফুল ইসলাম নামে ওই চোরাচালানীকে আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের ২টি বার উদ্ধার করা হয়। যার ওজন ১১৮ দশমিক ৭৫ গ্রাম।

বর্তমান বাজার মূল্য ২০ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা। আটক শরিফুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাচালানীদের কাছ থেকে স্বর্ণের বার ২টি সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোলে নিয়ে যাচ্ছিলেন।

সূত্র জানায়, আটক শরিফুল ইসলামকে কোতয়ালি থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, আটক শরিফুল ইসলামকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।