যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিদেশি খেলোয়াড়ের হ্যাট্রিকে সদর উপজেলার শুভ সূচনা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আজ বর্ণাঢ্য আয়োজনে শুরু হল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় সদর উপজেলা বিদেশি খেলোয়াড়ের হ্যাটট্রিকে শার্শা উপজেলাকে ৩-১ গোলে পরাজিত করেছে।

স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে খেলা শুরুর আগে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ্। প্রথম দিনেই বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধনী খেলায় জয় দিয়ে শুভ সূচনা করেছে সদর উপজেলা। বিদেশি খেলোয়াড় সামিউল বুয়েটিনের হ্যাটট্রিক গোলের সুবাদে সদর উপজেলা শার্শা উপজেলাকে ৩-১ গোলে পরাজিত করে। অন্যদিকে প্রতিপক্ষ দলের একমাত্র গোলটি করেন সজীব।

দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা শুরু হয়। প্রথমার্ধের খেলার ২৫ মিনিট পর্যন্ত উভয় দলই জোরালো আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও গোলের সহজ সুযোগ হাতছাড়া করে। খেলার ২৭ মিনিটে বিদেশি খেলোয়াড় সামিউল বুয়েটিন সদর উপজেলার হয়ে প্রথম গোল করেন এবং দলকে ১-০ গোলে এগিয়ে দেন।

প্রতিপক্ষ শার্শা উপজেলা পিছিয়ে থেকে সমতা ফিরিয়ে আনার চেষ্টা চালায়। দ্বিতীয়ার্ধের খেলার ৪২ মিনিটে সামিউল বুয়েটিন দ্বিতীয় গোল করে সদর উপজেলার লিড ২-০ এ নিয়ে যান। খেলার ৪৮ মিনিটে তিনি আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং দলকে ৩-০ গোলে এগিয়ে দেন। প্রতিপক্ষ শার্শা ৩-০ গোলে পিছিয়ে থাকায় খেলায় ছন্দ হারিয়ে ফেলে। তবে খেলার ৫৬ মিনিটে সজীব দলের পক্ষে একটি সান্ত্বনামূলক গোল করেন। বাকি সময় দুই দল গোল করতে না পারায় সদর উপজেলা ৩-১ গোলে জয় নিশ্চিত করে। হ্যাটট্রিক গোলদাতা সামিউল বুয়েটিন নির্বাচিত হন সেরা খেলোয়াড়।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দৈনিক লোকসমাজের প্রকাশক ও টুর্নামেন্টের উপদেষ্টা কমিটির সদস্য শান্তনু ইসলাম সুমিত, টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ‘ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে যুবসমাজ বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এরপর থেকে দেশের যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই টুর্নামেন্ট তারই অংশ। দেশের জনপ্রিয় খেলা ফুটবলকে মাঠে ফেরানো আজকের উদ্যোগের উদাহরণ। খেলাধুলা মানুষকে শৃঙ্খলা শেখাতে ও আদর্শবান হতে সহায়তা করে।’

টুর্নামেন্টে ৮টি উপজেলা দল দুই গ্রুপ বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচ ১১, ১৩ ও ১৫ নভেম্বর একই স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে। গ্রুপ পর্বের বিজয়ী চারটি দল সেমিফাইনালে অংশ নেবে। সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৬ ও ১৮ নভেম্বর। ২০ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।