একটি নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন : তৃপ্তি

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ইউনিয়নের গোড়পাড়া বাজারে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

সভায় মফিকুল হাসান তৃপ্তি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। তিনি বলেন স্বৈরাচার হাসিনার আমলে ফ্যাসিবাদের কারণে সাধারণ মানুষ কথা বলতে পারেনি, ভোট দিতে পারেনি, অনেক মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, হামলা মামলায় জেল খেটেছে, আজ তারা মুক্ত।

কারণ এখন এই দেশে কোনো স্বৈরাচার নেই। এই দেশে খুনি হাসিনা নেই। এ জন্য একটি নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে সকল দেশপ্রেমিক ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান জানান। এ সময় তিনি সাধারণ ভোটারদের মাঝে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করেন।

রোববার বিকেলে নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে এ নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম তরফদার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুজ্জামান লাল্টু, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু প্রমুখ।