চুয়াডাঙ্গার দুটি আসনে বিএনপির একক প্রার্থী

চুয়াডাঙ্গা-১ শরীফুজ্জামান ও চুয়াডাঙ্গা-২ মাহমুদ হাসান খান বাবু

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার রাজনীতিতে বহুল প্রতীক্ষিত মনোনয়ন পর্বের অবসান ঘটিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন এবং এই দুই গুরুত্বপূর্ণ আসনে শক্তিশালী সাংগঠনিক নেতৃত্বের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

অন্যদিকে, চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এবং বিজিএমইয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তাঁর এই মনোনয়নকে দলের একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।