দরিদ্রদের মাঝে যশোর নগর মহিলা দলের খাদ্যসামগ্রী বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে যশোর নগর মহিলা দলের ঘোপ বেলতলা বৌ বাজার আঞ্চলিক কমিটি।

সোমবার বিকেলে বৌ বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক নেতা খন্দকার মাসুদুল হক, নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফ হোসেন, বিএনপি নেতা আবু হাসান, জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক রাফ্ফাত আরা ডলি, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভিন আনু, জেলা যুবদলে সাবেক নেতা রফিকুল ইসলাম রতন, হাবিবুর রহমান, নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা, মহিলা দল নেত্রী সুফিয়া বেগম, নাসিমা আক্তার প্রমুখ।