বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার রাতে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।

সভায় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির, মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচার সম্পাদক নাজমুল খন্দকার, গণশিক্ষা বিষয়ক সস্পাদক মো. আক্তারুজ্জামান, বিএনপি নেতা সোহেল আল মামুন রাজু, শার্শা উপজেলা যুবদলের সদস্য আলী বাবর, ছাত্রদল নেতা জামাল বাবু প্রমুখ।

অনুষ্ঠানে বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খায়রুল আলম ও সদস্য সচিব ফারুক হোসেনসহ কমিটির সকল সদস্যকে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।