‘বিএনপি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ ও ভোটের অধিকার নিশ্চিত করতে চায়’ : মাহমুদ হাসান

চুয়াডাঙ্গায় পথসভায়

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত পথসভায় বিজিএমইএ-এর ও জেলা সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু বলেছেন, বিএনপি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ চায় এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চায়।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি অতীতের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “এর আগে, দিনের নির্বাচন হয়েছিল রাতে, যা আমাদের অজানা নয়। এসব দেখতে দেখতে বাংলাদেশের মানুষ অতিষ্ট বিরক্ত।” তিনি আশা প্রকাশ করেন যে, “এ সরকার একটি সুন্দর নির্বাচন দেবে। ভোটারদের মতামতের প্রতিফল যাতে ঘটে সেই ব্যবস্থা করা হবে।”

২০১৮ সালের নির্বাচনকে দুঃস্বপ্ন উল্লেখ করে তিনি বলেন, “এদেশের পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের মত আর কোনো ফ্যাসিস্টের জন্ম হোক এবং দিনের ভোট রাতে আমরা তা চায়নি।”

তিনি আরো বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি দলীয়ভাবে এই রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি দিয়েছিল। তিনি বিশ্বাস করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে: বাংলাদেশে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না,সারা দেশে তৃণমূল পর্যায়ে উন্নয়ন হবে।

তিনি অঙ্গীকার করেন যে, তাঁর দল ক্ষমতায় গেলে রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হবে, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, কৃষির উন্নয়ন হবে।

পথসভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শীর্ষস্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল এবং মহিলা দলের নেতৃবৃন্দ।