যশোরে চিকিৎসা স্বাস্থ্য ও শিক্ষায় সংকটসহ নানান ভোগান্তি নিয়ে মাসিক সমন্বয় সভায় আলোচনা

0

বিশেষ প্রতিবেদক ॥ স্বাস্থ্যসেবা, শিক্ষা, জনস্বাস্থ্য ও অবকাঠামোসহ নানা সমস্যা ও সমাধান নিয়ে যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কুকুরের কামড়, সাপে কাটা রোগীর চিকিৎসা সংকট, ডেঙ্গু পরিস্থিতি, ইন্টারনেট সংযোগ বিভ্রাট, কসাইখানার অভাব এবং সড়ক দখলসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

রোববার জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, প্রতিমাসে এক থেকে দেড়শ’ কুকুরের কামড়ে আক্রান্ত রোগী আসছেন। এদের জন্য র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। তাছাড়া সাপে কাটা রোগীর চিকিৎসার জন্যও পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন মজুদ নেই।

সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে জানানো হয়, জেলার ৬৭২টি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী লিংক-৩ এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে শুরুতেই ১৫৩টি সংযোগ অকেজো হয়ে গেছে। অথচ লিংক-৩ কর্তৃপক্ষকে পাওয়া যাচ্ছে না।

জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন মাসুদ রানা জানান, চলতি বছর ডেঙ্গু ভয়াবহ আকার নিতে পারে, যদিও এখন পর্যন্ত যশোরে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ বছর জেলায় মোট ৭৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

সভায় জানানো হয়, যশোরে কোনো কসাইখানা না থাকায় জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। গরু-ছাগল জবাইয়ে নিরাপদ মাংসের নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। পশু পরীক্ষা ও পশুচিকিৎসকের সার্টিফিকেট ছাড়া পশু জবাইয়ের কারণে এনথ্রাক্সের ঝুঁকিও রয়ে গেছে। সিভিল সার্জন জানান, এনথ্রাক্সে আক্রান্ত পশুর মাংস রান্না করলেও রোগের জীবাণু নষ্ট হয় না, ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

এই পরিস্থিতি সমাধানে জেলা প্রশাসক জেলা প্রাণিসম্পদ বিভাগ ও পৌরসভাকে উদ্যোগ নিতে নির্দেশ দেন।
জেলা মাসিক সমন্বয় সভায় মণিরামপুর বাজারের সরু ও ভাঙাচোরা রাস্তা, যশোরের মণিহার থেকে মুড়লীমোড় পর্যন্ত সড়ক দখল, গ্যারেজ নির্মাণ ও গাড়ি পার্কিংসহ চলাচল বাধাগ্রস্ত হওয়া প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মাসুদ রানা, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিমাদ্রী শেখর, পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল হক এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।