নবগঙ্গায় ডোঙ্গা বাইচে উৎসব

0

ঝিনাইদহ সংবাদদাতা॥ ঝিনাইদহের নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো এক ভিন্নধর্মী দূরপাল্লার ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা। গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে সিও নামে একটি সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। ডোঙ্গা বাইচকে ঘিরে নদীর দুই তীরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

রোববার সকালে পারমথুরাপুর নতুন সেতু এলাকা থেকে ডোঙ্গা বাইচ শুরু হয়ে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা পুরাতন সেতুতে এসে শেষ হয়। মোট ৪৭ জন প্রতিযোগী এই দূরপাল্লার ডোঙ্গা বাইচে অংশ নেন। ১৫ বছর বয়সী কিশোর থেকে ৭০ বছর বয়সী প্রবীণ মাঝির অংশগ্রহণে নবগঙ্গা নদীর দুই তীরে জমে ওঠে জনসমাগম। দর্শকরা নৌকার ব্যান্ডপার্টির তালে তালে নেচে-গেয়ে উপভোগ করেন ঐতিহ্যবাহী এই খেলা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আরাপপুর মাঝিপাড়ার নারায়ণ, যিনি সকাল ৯টা থেকে যাত্রা শুরু করে ১০টা ৪২ মিনিটে গন্তব্যে পৌঁছান। দ্বিতীয় স্থান অর্জন করেন গিলাবাড়িয়ার দিপঙ্কর বিশ্বাস এবং তৃতীয় হন আরাপপুরের অসিত কুমার।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম মিয়া, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আহসান হাবিব রনক, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এম আক্তার মুকুল এবং ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামসুল আলম।