রামপালে পলিথিন-প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে পলিথিন-প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে বাজার কমিটি ও ব্যাবসায়ী প্রতিনিধিদের সাথে করণীয় শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইয়োথ ফর দ্য সুন্দরবন সংগঠনের ঝুমকা রানী কর্মকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব রামপালের সভাপতি এমএ সবুর রানা, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, ইয়্যুথ ফর দ্য সুন্দরবনের আহবায়ক রাসেল শেখ, সদস্য সচিব মেহেদী হাসান টুটুল, সদস্য এমআর সিফাত, প্রান্ত বাচাড়, শেখ রনি, প্রঞ্জয় মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্লাস্টিক পলিথিন দূষণের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন, রূপান্তরের বাগেরহাট জেলা সমন্বয়ক খন্দকার জিলানী হোসেন।