৮০০ তম গোল করে রোনালদো বললেন ‘সাফল্য কোনো দুর্ঘটনা নয়’

0

স্পোর্টস ডেস্ক ॥ ৪০ বছর বয়সে পৌঁছে নতুন মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে দুর্দান্ত এক দূরপাল্লার শটে নিজের ক্লাব ক্যারিয়ারের ৮০০তম গোলটি করেছেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচে প্রথমে একটি পেনাল্টি মিস করলেও পরে চোখ ধাঁধানো গোল করে দলকে এনে দেন জয়। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সাফল্য কোনো দুর্ঘটনা নয়’।

শনিবার রাতে আল নাসর নিজেদের মাঠে ৫-১ গোলের বড় জয়ে উড়িয়ে দিয়েছে আল ফাতেহকে। এই জয়ে আল নাসর লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে, আর রোনালদোর মোট ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৪৯, যার মধ্যে ৮০০টি ক্লাব গোল ও ১৪৯টি আন্তর্জাতিক গোল। এই পরিসংখ্যানই বলে দেয়, ৪০ বছর বয়সেও রোনালদোর ধার কমেনি; বরং এখনো তিনি বিশ্ব ফুটবলে এক অনন্য উদাহরণ।

ম্যাচের ১৩ মিনিটেই জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় আল নাসর। তবে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আল ফাতেহের সফিয়ান বেনদেবকা সমতা ফেরান। ৬০ মিনিটে দারুণ এক গোল করে আল নাসরকে আবার এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ৬৮ মিনিটে ফেলিক্স করেন তার দ্বিতীয় গোল, ৭৫ মিনিটে কিংসলে কোমান স্কোরলাইন ৪-১ করে ফেলেন। ৮০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলিক্স নিশ্চিত করেন ৫-১ গোলের দাপুটে জয়।

ম্যাচটি ছিল রোনালদোর জন্য মিশ্র অভিজ্ঞতার। ৫৯ মিনিটে তার নেওয়া পেনাল্টিটি দারুণভাবে রুখে দেন আল ফাতেহ গোলরক্ষক আমিন আল বুকহারি। তবে ঠিক এক মিনিট পরই বাঁ দিক থেকে বল পেয়ে ভেতরে কেটে গিয়ে ডান পায়ে দুর্দান্ত এক দূরপাল্লার শটে বল জালে পাঠান পর্তুগিজ মহাতারকা। তাকিয়ে দেখা ছাড়া গোলকিপারের কিছু করার ছিল না। এর মাধ্যমে হাজার গোলের মাইলফলকের দিকে আরও এগিয়ে গেলেন রোনালদো।