শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে কোস্টগার্ড ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে কোস্টগার্ড এই অভিযান চালায়।

শনিবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, কৈখালী স্টেশন কোস্টগার্ড শ্যামনগরে পার্শ্বেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২ টি পা জব্দ করা হয়।

এসময় হরিণ শিকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত হরিণের মাংস টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।