নওয়াপাড়ায় বাসের ধাক্কায় ইজিবাইকচালকসহ হতাহত- ২

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বাসের ধাক্কায় ইজিবাইকচালক আব্দুর রহিম বিশ্বাস (৬০) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর-খুলনা মহাসড়কের তালতলায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চালক আব্দুর রহিম বিশ্বাস ইজিবাইক নিয়ে নওয়াপাড়ার নুরবাগ থেকে তালতলায় পৌছান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সজোরে ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকচালক আব্দুর রহিম বিশ্বাস ও ইইজবাইক যাত্রী রহিমা বেগম (৬৫) গুরুতর আহত হন। নওয়াপাড়া ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে অভয়নগর ইপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইইজবাইকচালককে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রহিম বিশ্বাস খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামের মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে। আহত রহিমা বেগম ফুলতলা উপজেলার যুগ্নীপাশা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল করিম জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।