শালিখায় যুবকের হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষ

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ পূর্ব বিরোধের জের ধরে শালিখা উপজেলায় এক ব্যক্তির ডান হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে শালিখা উপজেলার কালার বাজারে এ ঘটনা ঘটে। আহত সবুজ লস্করকে (৪০) উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। সবুজ লস্কর শালিখা উপজেলার পিপরুল গ্রামের আনসার লস্করের ছেলে।

সবুজ লস্করের পিতা আনসার লস্কর বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি বলেন, এক সংঘর্ষে প্রতিপক্ষের একজন নিহত হলে হত্যা মামলায় সবুজ, মহম্মদ আলীসহ তার পক্ষের অনেকে দীর্ঘদিন ধরে হাজতবাস করেন। এ সুযোগে জমির ডাক্তার,রাজ্জাক বিশ্বাস ও মতিয়ার লস্করের সমর্থকদের মধ্যে সবেদ আলী বিশ্বাসের লোকজনদের ভেতর জমি দখল নিয়ে সংঘর্ষ ও মামলা হামলা চলে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সবুজ লস্কর জমিতে চাষ দিতে গেলে প্রতিপক্ষ শালিখা উপজেলার পিপরুল গ্রামের আশরাফ মোল্লা ও বুরাদ নামের দুইজন সন্ত্রাসী দলবল নিয়ে তার ওপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের কোপে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

সবেদ আলী বিশ্বাস বলেন, সবুজ লস্করের অবস্থা এখন খুবই খারাপ। প্রথমে তাকে যশোরে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ও সেখানে তার অবস্থার অবনতি দেখে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

শালিখা থানার ওসি ওলি মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভিকটিম ও আসামির বাড়ি শালিখা উপজেলার পিপরুল গ্রামে হলেও ঘটনাস্থল কালীগঞ্জ থানার কালার বাজার এলাকায় ।