যশোরে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল মুন্সী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল মুন্সীকে (৩৫) ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া রায়পাড়ায় মাদক ব্যবসায়ী সোহেল মুন্সীর বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তাকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।