মনিরামপুরে পৃথক স্থান থেকে দুই কৃষকের মরদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ মনিরামপুর উপজেলায় পৃথক স্থানে দুই কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে। উপজেলার কুলটিয়া গ্রামে কৃষক অমল রায়ের ঝুলন্ত মরদেহ ও মাছনা গ্রামে মাছের ঘের থেকে কৃষক আব্দুস সাত্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আব্দুস সাত্তার বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কুলটিয়া গ্রামের কৃষক অমল রায় (৫০) ও তার স্ত্রী নিভা রায় বুধবার রাতের খাবার ঘুমাতে যান।

বৃহস্পতিবার ভোররাতে স্ত্রী নিভা রানী দেখতে পান বারান্দার ফ্যানের হুকে গলায় গামছা পেচানো অবস্থায় তার স্বামী ঝুলে রয়েছে। পরে বাড়ির লোকজন তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। নিভা রানী জানান, সংসারে অশান্তির কারণে তার স্বামী আত্মহত্যা করতে পারেন।

অপরদিকে উপজেলার মাছনা গ্রামের কৃষক আবদুস সাত্তার (৫২) বৃহস্পতিবার ভোররাতে বাড়ির পাশে ঘেরে মাছ ধরতে বের হন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক ছেড়া তারে স্পর্শ হলে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে পরিবারের সদস্যরা জানান।

খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।